স্থানীয় অভিভাবকবৃন্দ ও সুদীমহলের প্রস্তাবে, দাতা ও প্রতিষ্ঠাতা হিসেবে কানুরখীল বিদ্যালয়য়ের নামটিকে, “কানুরখীল সরকারি ব্রজ গোপাল চৌধুরী প্রাথমিক বিদ্যালয়” নামকরণের জন্য, চেয়ারম্যান ও শিক্ষা অফিসারের সুপারিশ পত্র, যাহা এখানে সংযোজিত করা হয়েছে এবং ১৯৯২-১৯৯৪ খ্রিস্টাব্দ সময়ের উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার সাহেবের দায়িত্ব পালন কালে তৎসময়ে, কানুরখীল সরকারি ব্রজ গোপাল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম অনুমোদন পেয়েছিলো |
কিন্তু তাহা নামকরণ হতে দেওয়া হয়নি —